নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে বিউটি আক্তার (২৬) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ২টার পর যে কোন সময় বিউটি গলায় শাড়ি পেচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আতœহত্যা করে বলে পরিবারের সদস্যরা জানায়। নিহত বিউটি মিজিমিজি বাতেন পাড়া এলাকায় স্বামী ফারুকের সাথে সামছুল হকের বাড়িতে ভাড়া থাকতো। সে পিরোজপুর জেলার নাজিরপুর থানার ওসরাবুনিয়া গ্রামের মোঃ জামাল শেখের কন্যা। সকালে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবিদ হোসেন খান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।
আতœহননকারী বিউটির স্বজনদের দাবি বিউটির স্বামী ফারুক বেকার ও মাদকাসক্ত। এসব নিয়ে উভয়ের মাঝে দাম্পত্য কলহ বিরাজমান ছিল। এর জের ধরেই সে আত্মহত্যা করেছে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবিদ হোসেন বলেন, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।