নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিদ্ধিরগঞ্জ থানা শাখার নেতৃবৃন্দ ও শ্রমিক-কর্মচারী ও অভিভাবকরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে তারা অবস্থান করে সভা ও বিক্ষোভ করেন। সভায় তারা শিক্ষক রাশেদুল মতিন মিল্টন ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, বোর্ড নির্ধারিত ফিয়ের অতিরিক্ত অর্থ আদায়, নিয়ম বহির্ভূত শিক্ষক নিয়োগ, কোচিং বাণিজ্য, অতিথি শিক্ষক নিয়োগ বাণিজ্য ও ছাত্র ভর্তি বাণিজ্যসহ নানা অনিয়ম করে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘিœত করছেন বলে অভিযোগ করেন।
উক্ত সভায় সিবিএ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিয়া, সহসভাপতি মোস্তফা মিয়া, যুগ্ম সম্পাদক আ. আউয়াল, আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ সিবিএ নেতৃবন্দরা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেনের মোবাইলে একাধিকবার কলা করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে সহকারী প্রধান প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, দুর্নীতি কম-বেশি সবখানেই হয়। পূর্বে এ স্কুলে অনেক দুর্নীতি হয়েছে শুনেছি। কিন্তু এখন ভর্তি বাণিজ্যসহ দুর্নীতি অনেক কম হয়। ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে মন্ত্রীদের তদবীরও এখন মানা হয়না বলে আমি শুনেছি।