বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে পুলিশের টহল ভ্যান ও লেগুনা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ পুলিশসহ ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজা সংলগ্ন এলাকা গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ উধ্বর্তন কর্মকর্তারা পরিদর্শন করেন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টহল ভ্যান (নং নারায়ণগঞ্জ ০০২-০০৯৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরইলস্থ কুয়েত প্লাজা এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা আকাশ পরিবহনের লেগুনার সাথে সংর্ঘষ হয়। এতে লেগুনার যাত্রী নাসির এবং পুলিশের ভ্যানে থাকা ৫ পুলিশ আহত হয়। আহতরা হলো- এস আই নাসির, কন্সটেবল আমিনুল, হাসমত, কালাম ও চালক আলী হোসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিসা দেয়া হয়েছে। পুলিশ লেগুনা আটক করলেও চালক পালিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এস আই রফিক জানায়, লেগুনার চালক আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।