বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে পুলিশকে ঘুষ দিতে এসে মাহমুদুল হাসান রুবেল (২২) নামে এক যুবককে ঘুষের ৪৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জ থানা অভ্যন্তরে। গ্রেপ্তার রুবেল আইনজীবী জুবায়ের আলম জীবনের সহকারী। রুবেল আলোচিত একটি শিশু অপহরণ মামলার রিমান্ডে থাকা আসামিদের বেশি জিজ্ঞাসাবাদ না করে দ্রুত আদালতে পাঠানোর জন্য তদ্ববির করতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানায় আসে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন সরকারকে ওই ঘুষের টাকা দেওয়ার চেষ্টা করলে তিনি তাকে টাকাসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রুবেল চুয়াডাঙ্গা সদর থানার বেগমপুর আবু হানিফের ছেলে। ফতুল্লা সস্তাপুর এলাকায় তিনি ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় পুলিশ মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুর ২ টায় তাকে আদালতে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, শিশু অপহরণ ও পাচারকারী চক্রের মূল হোতা জাকির হোসেন এবং তার স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছাকে রিমান্ডে বেশী জিজ্ঞাসাবাদ না করে দ্রুত আদালতে পাঠানোর জন্য রুবেল তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। এ অপরাধে তাকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ৭ ফেব্ররুয়ারি থেকে ৯ ফেব্ররুয়ারি ভোর পর্যন্ত র্যাব-১১’র সিনিয়র এএসপি মো. আলেপ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে শিশু অপহরণ ও পাচারকারী চক্রের মূল হোতা মো. জাকির হোসেন (৫৫), তার সহযোগী ও স্ত্রী মর্জিনা বেগম ওরফে বানেছা (৪০), টিটু (২৯), মোহাম্মদ হোসেন সাগর ওরফে দেলু (২২), জেসমিন বেগম (৩৭) ও মো. আসলাম ওরফে আলামিনকে (২৮) গ্রেপ্তার করে। এ মামলায় পুলিশ রিমান্ড চেয়ে আদালত পাঠালে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।