বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির লিমিটেডের ডিপোতে লাগা আগুন নেভাতে গিয়ে সাত জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোর একটি পাম্প মেশিন রুমে এই আগুনের সূত্রাপাত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
দগ্ধরা হলেন, ডিপোর ইনচার্জ শাজাহান কবির, ডিপোর মিস্ত্রি শফি, সিরাজ, মহিউদ্দিন, মোজাম্মেল হক, গোলাপ হোসেন ও নাজমুল হক। এদের মধ্যে দুইজনকে ঘটনাস্খল খেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নারায়ণণগঞ্জ থেকে আসা আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে কারও অবস্থাই তেমন গুরুতর নয়। চিকিৎসা শেষে তাদের বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি জানান, সকালে পদ্মা অয়েল কোম্পানির ডিপোর একটি পাম্প রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাম্প রুমের আউটপুট লাইনের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিট হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি।
আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ‘পদ্মা ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আদমজী ইপিজেড ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আগুন নেভাতে গিয়ে প্রতিষ্ঠানটির কয়েকজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।’