নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-০২-০৬০৮ নং) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দু’টি দোকান নিয়ে খালে পড়ে গেছে। এ ঘটনায় দোকান মালিকের দাবি কমপক্ষে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । বুধবার সকাল ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পায় দোকানে থাকা লোকজন। তবে এ ঘটনায় কেহ আহত হয়নি।
জানা গেছে, বুধবার সকাল ৯ টায় নারায়ণগঞ্জ-আদমজী শিমরাইল সড়কের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্লে গিয়ে মোঃ সাইফুল ইসলামে চা-পান ও মোঃ জাহিদের কবুতরের দোকানের উপর উঠে যায়। এতে ওই দু’টি দোকান ভেঙ্গেচুরে কমপক্ষে ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। ট্রাকটি দোকান দু’টি ভেঙ্গে সড়কের ঢালে খালে পড়ে যায়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে থানা এসআই আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।