বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাস ষ্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল¬াহ বাংলা টিম) এর সক্রিয় সদস্য শেখ দ্বীন ইসলামকে(৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দ্বীন ইসলাম বি-বাড়িয়া জেলার সরাইল থানা এলাকার স্থায়ী বাসিন্দা।
গতকাল রোববার বিকেলে র্যাবের সিনিয়র সহকারি পরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, স্থানীয় একটি স্কুল থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে দ্বীন ইসলাম। ২০১৮ সালে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলাম (আনসারুল্ল¬াহ বাংলা টিম) যোগ দেয়। সে ওই সংগঠনটির দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করত। সে মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন