বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপির ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় একটি বাস ভাঙচুরের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আজ মঙ্গলবার দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
মামলায় প্রধান আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনকে।
ওসি গোলাম মোস্তফা জানান, সোমবার রাতে মৌচাক এলাকায় খালেদা জিয়ার মুক্তি চাই, এমন শ্লোগান দিয়ে কয়েকজন বিএনপি নেতাকর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন। মিছিল শেষে তারা সড়কে পার্কিং করে রাখা বাস ভাঙচুর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।