নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে নবনির্মিত সোনামিয়া ষ্টেডিয়ামের বালু ভড়াট কাজ পরিদর্শন করেছেন মরহুম সোনামিয়ার পরিবারের সদস্যসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আজিবপুর শীতলক্ষ্যা নদীর পাড় সংলগ্ন এলাকায় নবনির্মিত সোনামিয়া ষ্টেডিয়ামের বালু ভড়াট কাজ পরিদর্শনে এসে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু কাজের অগ্রগতি সম্পর্কে খোজ খবর নেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান সিদ্ধিরগঞ্জের আপামর জনসাধারণের সমর্থন ও দাবী অনুযায়ী সোনামিয়া ষ্টেডিয়ামের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। সেই থেকে তরিৎ গতিতে এগিয়ে চলছে স্টেডিয়ামের নির্মাণ কাজ।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব জালাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান বেপারী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ,আকবর খান, সিদ্দিক মাদবর, মনা মাদবর, জাকির হোসেন, খোরশেদ আলম ও আঃ হামিদ বেপারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।