নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে ডিএন্ডডি সেচ খাল থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে আদমজী ইপিজেড সড়কে সাইলো সংযোগ সড়কের সামনের খালের পানিতে একটি কার্টুনে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় শতশত এলাকাবাসী নবজাতকের লাশ দেখতে ভিড় করে। পুলিশের ধারনা ২/১দিন পূর্বে কেউ এ নবজাতককে কার্টুনে ভিতরে ভরে পানিতে ফেলে দিয়ে যায়। পরে কার্টুন ভিজে লাশটি ফুলে পানিতে ভেসে উঠে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মু, সরাফত উল্লাহ নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।