বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় এজাহারভূক্ত ২ পলাতক আসামী গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে ঢাকা জেলার কেরানীগঞ্জ খেজুরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার (উপ-পরিচালক) এ কে এম মুনিরুল আলম।
ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামীরা হলেন, মোঃ শফিকুল ইসলাম রিফাত (২১) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার
আলাউদ্দিনের ছেলে ও একই এলাকার আলাউদ্দিনের স্ত্রী আসমা বেগম (৪০)।
মুনিরুল আলম জানান, এজাহার পর্যালোচনায় দেখা যায় যে, ২০২১ সালের ২০ জানুয়ারী আসামী শফিকুল ইসলাম রিফাতের সাথে ভিকটিম ওই যুবতীর পরিচয় হয়। তারপর তাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা চলতে থাকে। একপর্যায় আসামী ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমকে কৌশলে ২০২২ সালের ১৫ আগষ্ট তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে তার বাসায় নিয়ে যায়। এসময় খালি বাসায় ডেকে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
তিনি আরো বলেন, পরবর্তীতে ভিকটিম বিয়ের দাবিতে আসামীর বাসায় অবস্থান করলে তার পরিবার ভিকটিমকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে আসামী ও তার পরিবার আত্মগোপনে চলে যায়। আসামীরা আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।