বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত শাহপরান রুবেল র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তানিয়াকে গলা কেটে হত্যার আগে ছুরি দিয়ে তার পেটে একের পর এক আঘাত করে সে।
শুক্রবার দুপুরে র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানিয়েছেন। এর আগে, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়ার মো. আবুল খায়েরের ছেলে।
তানভীর মাহমুদ পাশা জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকার শফিকুল ইসলামের বাড়ির সামনেই ভাড়াটিয়া তানিয়া আক্তারের গলাকাটা লাশ পাওয়া যায়। ঐ ঘটনায় ছায়াতদন্তে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় হত্যাকারী শাহাপরান রুবেলকে গ্রেফতার করা হয়। সে তানিয়া হত্যার দায় স্বীকার করেছে। গলা কেটে হত্যার আগে তানিয়ার পেটে একের পর এক ছুরিকাঘাত করা রুবেল।
তিনি জানান, হত্যাকারী শাহপরান রুবেলের একাধিক স্ত্রী আছে। সে পরকীয়ায় আসক্ত। তানিয়ার প্রতিও বহুদিন থেকেই রুবেলের কুদৃষ্টি ছিল। সে তানিয়াকে বিয়ের প্রস্তাব দিলে তানিয়ার বাবা প্রত্যাখান করেন। সেই ক্ষোভে শাহপরান রুবেল ১৪ ডিসেম্বর রাত ৮টার দিকে তানিয়াকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঐ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তানিয়া প্রাণ বাঁচাতে বাসায় থাকা একটি ছুরি নিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে পেছন থেকে জাপটে ধরে ঐ ছুরি দিয়েই তানিয়ার পেটে ছুরিকাঘাত করে রুবেল। পরে অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।