বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৮ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগে রাব্বি হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া কাজলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার দুলাল গাজীর ছেলে মোঃ রাব্বি হোসেন (২৩)।
র্যাব-১১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসামী ভিক্টিম (১৮) কে প্রতারণামূলক ভাবে বিয়ে করে। পরবর্তীতে ভিক্টিম ৫ (পাঁচ) মাসের অন্তঃসত্ত¡া হয়ে পড়লে আসামী ভিক্টিমের সাথে তার বিয়ের বিষয়টি অস্বীকার করে। এ ব্যাপারে ভিক্টিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করে, যার মামলা নং-২০, তারিখ-১৭/১০/২০২১ইং।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।