নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের একটি তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দুপুরে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান দেড় লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ২টায় আকস্মিকভাবে রফিকুল ইসলামের মালিকাধীন এস আর কটন মিল নামের তুলার কারখানায় আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কারখানার লোকজন প্রথমে আগুন নেভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাফিজুর রহমান জানান, আগুনে খবর পেয়ে ফায়ার সাভির্সের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক সর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।