নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে তনুর খুনী-ধর্ষকদের বিচারের দাবীতে কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার সকাল সাড়ে ১০টায় তরুন ছাত্র সংঘের ব্যানারে আদমজী নগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। শিক্ষার্থীরা আদমজী কদমতলী এলাকায় কলেজ প্রাঙ্গনে সমবেত হয়ে শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী সিনহা রাজ্জাক সঞ্জয়, শাহজাদা হোসেন তাওহিদ, রাব্বি, সাকিব, জুয়েল, স্বাধীন, রাফি, সাগর, আকাশ, দুলাল, হাসান মাহমুদ, হৃদয়, রাজু, অনিক, টুটুল, সৌরভ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন- মেধাবী শিক্ষার্থী তনুকে সেনানীবাসের অভ্যন্তরেই ধর্ষন করে নির্মমভাবে হত্যা করার ঘটনা আমরা কোনভাবেই মেনে নিতে পারছিনা। এ কলংক এখন আমাদের সকলের। আমরা বিস্মিত হই দেশ রক্ষায় যারা নিয়োজিত তাদের কার্যালয়ের এলাকার অভ্যন্তরে এ নির্মম ঘটনা ঘটায়। এটা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে। সারা দেশে হত্যা, ধর্ষনের ঘটনায় প্রতিবাদ হলেও কিছুদিন পরে তা ধামাচাপা পড়ে যায়, বিচার হয়না। বিচার না হওয়াতেই সারা দেশে হত্যা, ধর্ষন, যৌন নিপিড়ন, নারী নিপিড়ন, ঘটনা ঘটছে। এসব ঘটনার বিচারকার্য সম্পন্ন হলে দেশে আর কোনো হত্যা, ধর্ষন, যৌন নিপিড়ন, নারী নিপিড়নের ঘটনা ঘটবেনা। আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের একটাই দাবি তনুর খুনী-ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির বিচার করা।
প্রসঙ্গত, সোহাগী জাহান তনু কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। পিতা ইয়ার হোসেন ক্যান্টনমেন্ট বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের একজন কর্মচারী। পরিবার তেমন স্বচ্ছল না থাকায় টিউশনি করে নিজের খরচ চালাতো। ২০মার্চ বিকেলে টিউশনি করতে গিয়েছিল সোহাগী। রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে অর্ধনগ্ন থ্যাতলানো তনুর মৃতদেহ পাওয়া যায়। এরপরই তনু হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সারাদেশে আন্দলনের ঝড় বইছে।