নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ তাদের আটক করেন। এ সময় ডাকাতদের কাছ থেকে পুলিশ ২টি চাপাতী, ১টি চাকু, ৩টি বাশের লাঠি, ৩টি পাটের রশি ও ১টি লাল কসটেপ উদ্ধার করেছে। এ ছাড়াও ডাকাতিকালে ব্যবহৃত ১টি এলিয়ন প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ-২১-৫৯০৮) জব্দ করে পুলিশ। আটকরা হলো- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অভিরামপুর গ্রামের নরুল ইসলাম খোকনের ছেলে জাহাঙ্গীর আলম সোহেল (৩৪), বরগুনা জেলার পাথর ঘাটা থানার তাফলবাড়ি গ্রামের আঃ মালেক হাওলাদারের ছেলে মাহাবুবুর রহমান (৩৫), নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার জয়নারায়ণপুর ভুইয়া বাড়ি গ্রামের মৃত বনি আমিন এর ছেলে বাসিরুল হক নাহিদ (৩৫) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসী খোজপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে আঃ মালেক আকাশ (২৬)।
অভিযান পরিচালনাকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কারাম আজাদ জানান, আটকরা সংঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ডাকাতি মামলা রুজ করা হয়েছে।