বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডেমরামুখী শিমরাইল মোড় অংশে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় তা জানতে পেরেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) একেএম শরিফুদ্দিন।
শরিফুদ্দিন বলেন, শুক্রবার রাতে দ্রুতগামী একটি ট্রাক এসে অটোরিকশাতে পেছন দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাতে থাকা আনুমানিক ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এসময় আরো দুই যাত্রী আহত হোন। তবে সবার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরো বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার-হেল্পার আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’