বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের সাইলো গেট এলাকায় সরদার বাজারে পিডিরি ১ লক্ষ ৪০ হাজার ভোল্টের টাওয়ার নীচে অবৈধ ভাবে গোয়াল ঘর নির্মাণ করে দখলে নিয়েছে স্থানীয় আলাউদ্দিন গং। এতে দূর্ঘটনরা আশংকা করছে এলাকাবাসী। এছাড়াও গোয়াল ঘরের আবর্জনা ও গরুর মলমুত্রের কারনে মুসল্লীসহ এলাকাবাসীর যাতায়াতের দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিয়নিত।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইলোগেট এলাকায় সরদার বাজার এলাকায় রয়েছে ১ লক্ষ ৪০ হাজার ভোল্টের টাওয়ার।উক্ত টাওয়ারের নীচে স্থানীয় আলাউদ্দিন গংরা ঘর নির্মাণ করে গরুর গোয়ালে পরিণত করেছে। উক্ত স্থানে গরুর গোয়াল থাকায় ও মানুষের যাতায়াত করায় দূর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা। এছাড়াও গোয়াল ঘরের আবর্জনা ও গরুর মলমূত্র রাস্তায় পড়ে থাকায় এলাকাবাসী ও মুসল্লীদেও যাতায়াতে দূর্ভোগ পোতাহে হচ্ছে। গোয়াল ঘর অপসারণ করে নিশ্চিত দূর্ঘটনা থেকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।