বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাত লক্ষ আশি হাজার টাকার জাল নোট ও জালনোট সরঞ্জামসহ জাল টাকার তিন কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ৷ আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্নেলনে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এর আগে শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন, মো. রাসেল ও মো. রুবেল ইসলাম ওরফে হৃদয়৷ তাদের কাছ থেকে নগদ সাত লক্ষ আশি হাজার টাকার জাল নোট, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, গ্লাস, ট্রেসিং পেপারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ শনিবার (০৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল৷ তিনি জানান, বিভিন্ন উৎসবকে সামনে রেখে জাল নোটের কারবারি চক্রগুলো বেশি মাথাচাড়া দিয়ে ওঠে৷ দূর্গাপূজাকে সামনে রেখে এই চক্রটি তৎপরতা বাড়িয়ে দেয় সম্প্রতি। জেলা গোয়েন্দা পুলিশের ‘খ’ জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে জাল টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার করতে সক্ষম হয়। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।