বিজয় বার্তা ২৪ ডট কম
শেখ হাসিনার নির্দেশ, জঙ্গীবাদ হবে সমূলে শেষ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সন্ত্রাসী ও জঙ্গী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিদ্ধিরগঞ্জ থানা শাখা। শুক্রবার (২২ জুলাই) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় মাইক্রো ষ্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে মৌচাক বাসষ্ট্যান্ড হয়ে নাসিক ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী ক্যানেলপাড় সড়ক হয়ে মাদানী নগর এলাকায় গিয়ে শেষ হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি এনায়েত হোসেনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আলী মাদানী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, থানা আওয়ামীলীগ সদস্য রমজান আলী ও যুবলীগ নেতা ওমর ফারুক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সিদ্ধিরগঞ্জে কোন সন্ত্রাসী ও জঙ্গীবাদের ঠাই নেই। যারাই জঙ্গীদের মদদ দিবে কিংবা কোনরুপ সহযোগীতা করবে তাদের কোন ছাড় দেয়া হবেনা বলেও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা হুশিয়ারী উচ্চারণ করেন। এছাড়াও সাম্প্রতিক সন্ত্রাসী ও জঙ্গী হামলা প্রতিরোধে সাধারন জনগনকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি রমজান আলী,সহ-সভাপতি মানিক হোসেন মোল্লা,মাকসুদুর রহমান,শেখ রাসেল,শরীফ মাষ্টার,যুগ্ন সাধারন সম্পাদক মো: কামরুল ইসলাম, রাতুল খান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রাসেল ভান্ডারী ও ৩নং ওয়ার্ড সভাপতি সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্ধ প্রমূখ।