নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে ছিন্নমুল হকার্স ব্যবসায়ীদের অবিস্মরনীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হিরাঝিলস্থ হাবিবুল্লাহ টাওয়ারে ৮শতাধীক হকার্স ব্যবসায়ীরা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আহসান উল্লাহ বানিজ্যিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ হবুলের সভাপতিত্বে এ মত বিনিময় সভা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান (বিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, হিরাঝিল সমাজ কল্যান সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রবীন আওয়ামীগ নেতা এস এম মোতাল্লিব, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন সরকার, হাজি আহসান উল্লাহ সুপার মার্কেটের সাধারন সম্পাদক আবুল কাশেম ও সহ সম্পাদক রায়হান উদ্দিন মামুন। সভায় প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি লিয়াকত হোসেন খান রনি।
এ ছাড়াও এ সভায় স্বকস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন- ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকুর রহমান সাদেক, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমীক লীগের সভাপতি আব্দুস সামাদ ব্যাপারী, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু, কৃষকলীগের সাধারন সম্পাদক ইয়াছিন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হক খোকা, যুবলীগ নেতা ওমর ফারুকসহ আরো অনেকে।
সভায় প্রধান অতিথির বক্তরে্য সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান (বিএসসি) বলেন, সারাদেশের ন্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ছিন্নমুল হকার্সরা আজ উপেক্ষিত। সকলের মতামতে পরিকল্পনা মাফিক হকারদের পূনর্বাসনের লক্ষ্যে এ অবিস্মরনীয় সভা। জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভাগুলোতে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান আপনাদের (হকার্স) পূনর্বাসনের জন্য জেলা প্রশাসককে জোর দাবী জানিয়েছেন। হকারদের উপর জুলুম নির্যাতনে প্রতিরোধে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। চাঁদাবাজরা চাঁদা নেয় আবার টাকা না দিয়ে মালামাল নিয়ে যায়। আমরা আর তা হতে দেবনা। তাই হকার ভাইদের প্রতি অনুরোধ এ সভা থেকেই আপনারা একটি পরিচালনা কমিটি করুন। আমরাও আপনাদের সাথে থাকবো। তবে হকার ভাইদের বলছি আপনারা যদি অস্বস্তিকর ও অসুন্দর পরিবেশ তৈরী করে রাখেন তাহলে পূনবার্সন করে ধরে রাখা যাবেনা। আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের কারনে মহাসড়কে যেন যানজটের সৃষ্টি না হয়। আপনাদের সকল সমস্যা আমাদের সাথে খোলামেলা আলোচনা করলে এ সব সমস্যার সমাধান দ্রুত সম্ভব হবে ও কোন অপ্রীতিকর ঘটনাও ঘটবেনা বলে আশা রাখি।
এ সময় প্রধান বক্তা লিয়াকত হোসেন খাঁন রনি বলেন, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ হকার্সদের পূনবার্সনে কাজ করে যাচ্ছে। শিমরাইল মোড়েই আপনাদের পূনবার্সন হবেই। আপনার সকলে ঐক্য থাকবেন। তাহলে কোন ষড়যন্ত্রই আপনাদের রুখতে পারবেনা। আপনারা প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের সমহার রাখবেন, ক্রেতাদের সাথে শোভন আচরন করবেন। আপনাদের জন্য দেয়া নির্ধারিত জায়গার বেশী কেউ দখল করবেন না।
সভার সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও আহসান উল্লাহ বানিজ্যিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ হবুল সমাপনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ছিলেন হকার্সদের প্রিয় ব্যাক্তিত্ব। একমাত্র তিনিই হকারদের নিয়ে পরিকল্পনা করে ছিলেন। কিন্তু দূভার্গ্যরে বিষয় পরিকল্পনা বাস্তবায়নের আগেই ৭৫’এ একটি ষড়যন্ত্রকারী মহল তাকে নির্মম ভাবে হত্যা করে। আজকের এই সভায় আমি এ মহান নেতা বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি হকারদের উচ্ছেদ না করে পরিকল্পিত পূনবার্সনের ব্যবস্থা করে বঙ্গবন্ধুর আদর্শ, পরিকল্পনা ও স্বপ্নকে বাস্তবায়ন করুন। হকার ভাইয়েরা আপনারা সবাই ঐক্য থাকুন আপনাদের যাতে কেউ উচ্ছেদ না করতে পারে। আপনাদের পূনর্বাসন হওয়াসহ সকল সমস্যার স্থায়ী সমাধানের লক্ষেই আজ আমরা সমবেশ হয়েছি। সব সময় আমরা আপনাদের পাশে আছি, থাকবো।