বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়কারী, অপহরণকারী ও ছিনতাইকারী চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি করে চাপাতি, সুইচ গিয়ার চাকু, জিআই পাইপ, রামদা, তিনটি মোটরসাইকেল ও চারটি ছোরা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইব্রাহীম, মো. আমির হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস মৃধা, মো. আরমান। সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদাবাজির উদ্দেশ্যে অপহরণকারী, চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকার মিতালী মার্কেটের একটি দোকানের ভেতর ও গলিতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পরিচালনা করে চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান র্যাব-১১ এর এ কর্মকর্তা।