বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় একজন গৃহবধূকে উত্ত্যক্তের ঘটনায় মোহাম্মদ মুন্না (২৫) নামের যুবককে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ২৭ সেপ্টেম্ব দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দন্ড দেন। দন্ডপ্রাপ্ত মুন্না জালকুড়ি এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই ওমর ফারুক জানান, জালকুড়ি এলাকার একজন স্কুল শিক্ষকের স্ত্রীতে উত্ত্যক্ত করতো মুন্না। ওই ঘটনায় অভিযোগ পেয়ে মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দন্ড দেয়া হয়।