বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে হিরাঝিল এলাকায় ৬ নং গলির সখিনা ভবনের তিন তলায় ইপিজেডের ডিএনবি গার্ন্টেস শ্রমিক সারমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। জানা যায় শনিবার সকাল ৭ ঘটিকার সময় একি ফ্যাল্টের সাপ্লিমেন্ট ভারাটিয়া ইপিজেডে প্রতিদিন যাওয়া আসা করতো।
শনিবার সকালে র্গামেন্টসে যাওয়ার সময় শারমিনের ঘরের দরজা ধাক্কা দিয়ে শারমিন বলে তাকে ডাক ছিলো তার পাশের ঘরের আর এক র্গামেন্টস কর্মী। তার ঘরের ভিতর দিয়ে দরজা বন্ধ ছিলো তাই সে তার ডাকে সারা না পেয়ে তার কর্ম স্থলে চলে যায়। পরে তার স্বামী ডাকা ডাকি করলে দরজা বন্ধ দেখে নিচে গিয়ে এক দোকানদারকে ডেকে আনে এবং বাড়ির মালিক সেলিম সরকারকে বিষয়টি জানায়। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশের এস আই জসিম উদ্দিন ঘটনা স্থলে পৌছালে দরজা বন্ধ দেখে দরজা বেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের ভিতরে ফ্যানের সাথে জুলে আছে সারমিনের গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পুলিশ। সারমিনের গ্রামের বাড়ি জাঠাইয়া দমকি থানার পটুয়াখালী জেলার বাসিন্দা বলে জানা যায়। তার গত এক বছর হলো বিয়ে হয়েছে। তার স্বামীর নাম ইউনুস মিয়া। হাতের মেহেদির রং না শুকাতে চলে না ফেরার দেশে র্গামেন্টস কর্মী শারমিন। ময়না তদন্তের জন্য শারমিনের মরা দেহ মর্গে পাঠায় পুলিশ।