বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে থানাধীন শিমরাইল সাকিনস্থ চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উক্ত সংবাদ প্রাপ্তির পর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল সাকিনস্থ চিটাগাং ঢাকা মহাসড়ক হতে সিদ্ধিরগঞ্জ থানামুখী প্রবেশ পথে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইউসুফ মিয়া (৫০) গাড়ীর চালক, পিতা-মৃত অলী আহম্মেদ, মাতা-মৃত রহিমা বেগম, সাং-সিজিয়ারা, থানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা, ২। মোঃ ইসমাইল হোসেন (৩২), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-জাহিদা বেগম, সাং-দূর্গাপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ৩। মোঃ শাহীন (২৬), পিতা-মৃত আঃ ওহাব, মাতা-রশিদা বেগম, সাং-দূর্গাপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’দেরকে মাদকদ্রব্য ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৯০০০/- (নয় হাজার) টাকা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মাইক্রো গাড়ী উদ্ধারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।