বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ৫৫ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মাদক কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। বিষয়টি র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম নিশ্চিত করেন।
রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫৫ কেজি গাঁজা, ৪০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ সহ আসামী ১। মোঃ সবুজ (২২) (ট্রাকের ড্রাইভার), পিতা-মৃত সেন্টু মিয়া, মাতা-মোছাঃ হোসনে আরা, সাং-সোনাখালী, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি সাং-আলীগঞ্জ, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ ইসমাইল হোসেন (৪৫) (ট্রাকের হেলপার), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মৃত ভানু বেগম, সাং-কৈরাজানি, খাসকাউলা, থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জ, এ/পি সাং-আলীগঞ্জ, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’দ্বয়কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ এলাকা হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।