নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে সাড়ে ৩শত গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটকরা হলো- জালকুড়ি তালতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আনোয়ার হোসেন স¤্রাট (৩১) ও জালকুড়ি মাইঝপাড়া এলাকার মৃত জাহাঙ্গীর হোসেন ছেলে ইয়াছিন (২৫)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোকররম নামে অপর আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরিদ ও আনোয়ার জালকুড়ি নাইনতারপাড় এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে তাদের আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গাজাসহ আটক আনোয়ার, ইয়াছিন ও পলাতক মোকাররম এর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরন করে।