নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে রানস অ্যাপারেলস নামের রফতানি মুখি পোশাক কারখানার আরো ২৫ নারী পোষাককর্মী গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর পেয়ে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন শেষে একটি বিশেষজ্ঞ ডাক্তারের টিম এর তত্ত্বাবধানে কারখানাটি চালু রাখার জন্য নির্দেশ দিয়ে যান বলে কারখনা সূত্রে জানা যায়।
অসুস্থ পোষাককর্মীরা জানান, গত ২দিন ধরে কারখানায় শ্রমিকরা গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে পড়ছে। বুধবার সকাল ১১টা থেকে হঠাৎ করে নারী শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যায়। পরে তাদের সিদ্ধিরগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
কারখানাটির জিএম আরিফুল রহমান জানান, কি কারনে শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়েছে তা বলতে পারছিনা। কারখানাটির মধ্যে পর্যাপ্ত আলোর, বাতাস ও পানির ব্যবস্থা রয়েছে। শ্রমিক অসুস্থ্য হওয়ার পর কারখানার পোষাককর্মীরা ছুটি ঘোষনা ছাড়াই চলে যায়।
অন্যদিকে ক্লিনিকের জরুরি বিভাগের ডাক্তার মাহমুদুল হক জানান, কারখানার ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও বাতাস না থাকার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে পারে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, গত ২দিন ধরে পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ করে গণহিস্টেরিয়ায় দেখা দেয়। বুধবারের ঘটনায় অন্তত ২৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।