বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে কাভার্ডভ্যানের চাপায় বাচ্চু মিয়া (৫৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের সাইনবোর্ড এলাকার ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন।
নিহত বাচ্চু মিয়া কুড়িগ্রামের রাজারহাটের মৃত আবুল মিয়ার ছেলে।
ইনচার্জ একেএম শরফুদ্দিন জানান, আজ সকালের দিকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাওয়া কালীন সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই রিকশাচালকের মৃত্যু হয়৷ ঘটনা ঘটা মাত্রই কাভার্ডভ্যানটি রেখে চালক-হেলপার দ্রুত পালিয়ে যান। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে