নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে নাসিকের ড্রেনেজ রাস্তার নির্মান কাজে নিয়োজিত ২ শ্রমিককে মারধোরের ঘটনাকে কেন্দ্র করে নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও ছাত্রদল নেতা দেলোয়ার খোকনের মধ্যে বাক বিতন্ডা ও মারধোরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ২ শ্রমিক ছাড়াও নারীসহ অন্তত ৫জন আহত হয়েছেন। আহতরা হলো- নির্মান শ্রমিক কাঞ্চন, ওয়াসীম, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন খোকন, তার ভাই টুলু ও তার স্ত্রী রিয়া। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় গোদনাইল উত্তর ধনকুন্ডা এলাকায়। এ ঘটনায় আহত শ্রমিক কাঞ্চন সিদ্ধিরগঞ্জ থানায় দেলোযার হোসেন খোকনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, শুক্রবার সকালে দেলোয়ার হোসেন খোকন তার বাড়ির সামনে দিয়ে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তা ও ড্রেনে নির্মান কাজকে বাধা দেয়। এ সময় নির্মান শ্রমিকরা তার বাধা উপেক্ষা করে কাজ করলে খোকন নির্মান শ্রমিক কাঞ্চন, ওয়াসীমকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জঘম করে। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শয্যা হাপাতালে পাঠায়। খবর পেয়ে এলাকাবাসী কাউন্সিলর রুহুলকে নিয়ে ঘটনাস্থলে যায়। পরে সেখানে খোকনকে না পেয়ে তারা খোকনের বাড়িতে যায়। সেখানে উভয়পক্ষ বাক বিতন্ডায় জড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন খোকন তার ভাই টুলু ও টুলুর স্ত্রী রিয়াকে মারধোর করে। এ ঘটনায় খোকনের বাড়িতে উত্তেজিত লোকজন হামলা চালাতে চাইলে কাউন্সিলর রুহল তা বাধা দিলে সবাই চলে যায়। এ ঘটনার সময় খোকনের বাড়িতে নারায়ণগঞ্জ সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জুলহাস ও বীর মুক্তিযোদ্ধা কামাল উপস্থিত ছিলেন।
উত্তর ধনকুন্ডা এলাকাবাসী জানান, চাররদলীয় জোট সরকারের আমলে দেলোয়ার হোসেন খোকন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। পৌরসভার টেন্ডারবাজি করে পৌর এলাকায় বিভিন্ন নির্মমানের রাস্তার কাজ করেছে। তার একটি বাহিনী রয়েছে। জোট সরকারের আমলে তাদের অবৈধ অস্ত্রের আতংঙ্কে দিনাতিপাত করতো এলাকাবাসী। এখনও খোকন বাহিনী অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন সময় মহল্ল¬ায় অনেক অপরাধ মূলক কর্মকান্ড করিয়ে থাকে।
আহত শ্রমিক কাঞ্চন জানান, নাসিকের উদ্যোগে ৮নং ওয়ার্ডে বীরমুক্তিযোদ্ধা কামাল সাহেবের বাড়ি থেকে ক্যানেলপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা নির্মান করা হচ্ছে। রাস্তা নির্মান কাজ শুরুর পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন খোকন লেবারদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে তার বাড়ির সামনে কাজ করতে দেওয়া হবেনা বলে হুমকি দেয়। এর জের ধরে শুক্রবার সকালে লেবাররা কাজ করার সময় খোকন নির্মানাধিন কাজের রড দিয়ে লেবার কঞ্চন ও ওয়াসীমকে এলোপাথারি পিটিয়ে রক্তাত্ত জখম করে।
এ ব্যাপারে দেলোয়ার হোসেন খোকন জানান, সিটি কর্পোরেশেনের রাস্তার কাজে অনিয়ম ও দূর্নীতি ওয়ায় প্রতিবাদ করায় স্থানীয় কউিন্সিলর রুহুল আমিন মোল্ল¬া ও তার বাহিনী পিস্তল প্রদর্শন করে আমার বাড়িতে এসে হামলা চালিয়ে মারধোর করে। হামলায় আমার ছোট ভাই টুলু তার স্ত্রী রিয়া ও আমি আহত হয়।
এ বিষয়ে নাসিক ৮নং কাউন্সিলর রুহুল আমিন মোল্ল¬া খোকনের দেয়া অভিযোগ মিথ্যে বলে বলেন, চাঁদা দাবি করায় উত্তেজিত এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বাড়িতে হামলা করার প্রস্তুতি নিলে খবর পয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। কাজে অনিয়ম হলে আমাকে বা মেয়র মহোদয়কে বলতে পারতো।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু: সরাফাত উল¬াহ জানান, নাসিকের রাস্তার ও ড্রেনের কাজ নিয়ে লেবারদের মারধর করার ঘটনায় লেবার কাঞ্চন বাদি হয়ে লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমান হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।