বিজয় বার্তা ২৪ ডট কম
করোনায় ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে এমপি শামীম ওসমানের নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানির সৌজন্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সানী আহমেদ পরশ।
সিদ্ধিরগঞ্জে ১১ ধাপে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানের গরীব দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত, ভিক্ষা বিত্তি করা, রিক্সা চালক ও ভ্যান চালকদের মাঝে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সানী আহমেদ পরশ ১১২৯ প্যকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলে জানান তিনি।
তিনি জানান, জননেতা এমপি শামীম ওসমান স্যারের নির্দেশনায় ও ছাত্র রাজনিতির আইকন সাফায়েত আলম সানি ভাইয়ার সৌজন্যে আমি কর্মহীন হয়ে মানুষের মাঝে পর্যায়ক্রমে ১১২৯ প্যকেট খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছি। বিত্তবান সবাইকে সমাজের অসহায়দের পাশে এসে দাড়ানোর অনুরোধ জানাচ্ছি।