নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে ওয়াসার বিশুদ্ধ পানির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শনিবার বিকাল সাড়ে পৌনে ৬টায় নাসিক ৮নং ওয়ার্ড গোদনাইল ২নং বাসষ্টান্ডে দক্ষিন ধনকুন্ডা শতশত নারী পুরুষ নারায়ণগঞ্জের আদমজী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় রাস্তার দু’ধারে যানচলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পরে যাত্রীরা। ওয়াসার লাইনে সরবারহ হওয়া ময়লা পানি পান করে ডায়রীয়ায় আক্রান্ত হয়ে পড়ছে নারী পুরুষ, আবালবৃদ্ধা ও শিশু। এ পর্যন্ত ১৫/২০ জন নারী পুরুষ ও শিশুকে মহাখালী ডায়রিয়া হাসপাতাল ও না.গঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভ শেষে এলাকাবাসীরা জানান, চৌধুরীবাড়ি খান সাহেবের বাড়ি থেকে শুরু করে বিভিন্নস্থানে ওয়াসার পাইপে ফাটল ধরেছে। এ গুলো দিয়েই ময়লা পানি প্রবেশ করে পানি নষ্ট হয়ে পড়েছে। চৌধুরীবাড়ি খানের বাড়ির সামনে অবস্থিত ওয়াসার পাম্প হাউজের ইনচার্জ নুরুর দায়িত্ব অবহেলার জন্য আজ বিশুদ্ধ পানির সংকট। ফাটল ধরা পাইপ প্রতিস্থাপনে নুরু এলাকাবাসির কাছে অনৈতিক সুবিধা দাবী করছে। আগামী ২ দিনের মধে দক্ষিণ ধনকুন্ডা ,মধুঘর, শান্তিনগর, সৈয়দ পাড়া, চেয়ারম্যান অফিস, ধনকুন্ডা এলাকায় বিশুদ্ধ পানি সরবারহে ওয়াসার প্রতি আহবান জানান। আর যদি না দেওয়া হয় ২ দিন পরে ওয়াসার বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষনা করা হবে।