বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম (৪৯)’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
দুপুরে থানাধীন নিমাই কাশারী এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম @ সাইফুল ইসলাম (৪৯), পিতা- মৃত তারা মিয়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাই কাশারী এলাকার বাসিন্দা।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ধৃত আসামী তার চক্রের সদস্যদের সহায়তায় ও প্ররোচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন ও জন নিরাপত্তা বিঘœ করার উদ্দেশ্যে জনসাধারণ বা জন সংগঠনের মধ্যে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সরকারী কর্মচারীকে ক্ষতিসাধনের উদ্দেশ্যে আঘাত করে জখম ও যানবাহনে অগ্নিসংযোগ করে। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে অদ্য ২৫ জানুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাই কাশারী এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।