বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টেভুক্ত পলাতক আসামি লিটন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে। রবিবার (৭ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিম সঙ্গীয় ফোর্সসহ গোদনাইল তাঁতখানা বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত লিটন ওই এলাকার আক্কাছ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, লিটনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ৩৮(৪)১৫ নং একটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে।