নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতরা হলো সিদ্ধিরগঞ্জ কলাবাগ এলাকার আবুল হোসেনের ছেলে আরিফ (৩৫),জালকুড়ির মোস্তফার ছেলে রাসেল (২৮) ও আদমজী বিহারী কলোনীর সাত্তারের ছেলে মনির (২৭)। এদের মধ্যে মনির যৌতুক মামলার আসামি বলে জানা গেছে। তাদেরকে স্ব স্ব মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।