নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জে এক সন্তানের জননী ধষর্ণের শিকার হয়েছে। ধর্ষনের পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষনে সহয়তা করার অভিযোগে ধর্ষকের মামা পান্নুকে আটক করেছে। লম্পট. চরিত্রহীন প্রতারক নজরুল বাতানপাড়া ক্যানালপাড় এলাকায় মঙ্গলবার এ ঘটনাটি ঘটায়। পরে ধর্ষিতার স্বামী আব্দুর রাজ্জাক তার স্ত্রীকে রাতে সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে ধর্ষনের ঘটনা খুলে বললে পুলিশের ধর্ষণের অভিযোগ গ্রহন করে এ কাজের সহায়তাকারী পান্নুকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, পটুয়াখালী জেলা ও থানার মাদার বুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাক তার স্ত্রীসহ ৭’বছরে ছেলে সৌরভকে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধিন মিজমিজি ক্যানালপাড় এলাকায় ভাড়ায় বসবাস করে নির্মান শ্রমিক হিসাবে কাজ করত। গত মঙ্গলবার বিকেল সোয়া ৪’টায় ধর্ষক নজরুল আব্দুর রাজ্জাকের স্ত্রীকে ভাড়া বাসা দেখানোর কথা বলে মিজমিজি ক্যানালপাড় এলাকার একটি ফাঁকা জায়গায় নিয়ে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষতা স্বামী আব্দুর রাজ্জাকের নিকট ধর্ষনের ঘটনা খুলে বললে আব্দুর রাজ্জাক ধর্ষকের মামা পান্নুকে জানালে পান্নু আব্দুর রাজ্জাককে পুলিশ কাউকে জানালে এলাকা ছাড়া করার ভয় দেখায়। আব্দুর রাজ্জাক তার ধর্ষিতা স্ত্রীকে নিয়ে রাতে থানায় গিয়ে ঘটনা খুলে বললে থানা পুলিশ ধর্ষণ ও ধর্ষনের সহয়তা করার অপরাধে মামলা দায়ে করে। মামলার সুত্রধরে সিদ্ধিরগঞ্জ থানার এস.আই আকিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। উক্ত অভিযানে পুলিশ ধর্ষক নজরুলকে গ্রেফতার করতে না পারলেও ধর্ষনের সহয়তা করার অপরাধে কালু হাজী রোডের রিস্কার গ্যারেজের মালিক ধর্ষকের মামা পান্নুকে গ্রেফতার করে। ধর্ষিতাকে চিকিৎসা দেওয়ার লক্ষে সিদ্ধিরগঞ্জ থানায় সেফ কাষ্টডিতে রাখা হয়েছে। ধর্ষক নজরুল ভোলা জেলার তজিমদ্দিন থানার চড় কুড়ালমারা গ্রামের মৃত আজাহার হাওলাদারের ছেলে। ধর্ষক নজরুল বর্তমানে মা ও স্ত্রীকে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়াস্থ মোতালেব ভান্ডারীর বাড়িতে ভাড়ায় বসবাস করে। এ রির্পোট লিখা পর্যন্ত বুধবার রাত ৮টা ধর্ষকের মামা পান্নু থানা হাজতে ও ধর্ষিতা সেফ কাষ্টডিতে রয়েছে।
এস.আই আকিকুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ধর্ষকের মামা পান্নুকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফতউল্লাহ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে।