বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীকে ধর্ষণের ঘটনার মামলায় সোহান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহান খান নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকার মো: আমজাদ হোসেনের ছেলে।
এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিউটি পার্লারে কর্মরত ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় সোহান খান নামে এক যুবককে আসামি করে মামলা দায়ের করেন। বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।
মামলার এজহার সুত্রে জানাযায়, ১০ ফেব্রুয়ারী অভিযুক্ত যুবক ভুক্তভোগী নারীর বাসায় এসে নারীকে একা পেয়ে দরজা বন্ধ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সেখান থেকে সাথে সাথে বাসা ত্যাগ করে পালিয়ে চলে যায়। পরবর্তীতে লজ্জার ভয়ে এ ঘটনার বিষয়ে উক্ত নারী কাউকে কিছু বলেননি। একপর্যায়ে মানসিক অবস্থা দেখে তার পরিবারের সদস্যরা আলাপ-আলোচনা করে থানায় এসে মামলাটি দায়ের করে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আসামী সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।