বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সাবলেট বাসায় নারীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৮ডিসেম্বর) বিকেলে র্যাব-১১এর মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার শ্যামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হৃদয় প্রধান (৩০) চাঁদপুর জেলার কৃষ্ণপুর গ্রামের মৃত ওয়াহেদ প্রধানের ছেলে।
মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, ভিকটিম এবং আসামী হৃদয় প্রধান নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদি কেন্দ্রিয় জামে মসজিদের পিছনে মমিন মিয়ার বাড়ির ২য় তলায় ফ্ল্যাটে সাবলেট হিসেবে স্ব-পরিবারে বসবাস করতেন।
গত ২১ ডিসেম্নর সকালে আসামীর স্ত্রী আদমজী ইপিজেডে চাকুরীর জন্য যায় এবং ভিকটিমের স্বামীও চাকুরীর জন্য মোহাম্মদপুর এলাকায় যায়।
তিনি আরো জানান, এই সুযোগে আসামী হৃদয় প্রধান (৩০) ভিকটিমকে বাসায় একা পেয়ে ভিকটিমের ব্যবহৃত উড়না দিয়ে হাত-পা বেঁধে জোরপূর্বক ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামী ভিকটিমকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শণ করে পালিয়ে যায়। তিনি আরো জানান, এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।গ্রেপ্তারকৃতকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।