নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজুর বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্র ডাকাতরা বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে রাজুর ছোট ভাই ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলামকে বেধে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ১৪ ভরি স্বর্ণালংকার ও ২ টি মোবাইল ফোনসহ ৮ লক্ষাধিক টাকার মালপত্র লুটে নিয়ে যায়। গত বুধবার (১৬ মার্চ) দিবাগত রাত ৩ টা থেকে ৪ টার মধ্যে মিজমিজি দক্ষিনপাড়া আমিনুল হক রাজুর বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতির খবর পেয়ে রাতেই সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ সরাফত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল হক রাজু জানায়, পরিবারবর্গ নিয়ে তিনি নিচ তলায় ছিলেন। তার ছোট ভাই ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম বাড়ির দোতালা একাই ছিলেন। আনুমানিক রাত ৩ টার দিকে সশস্ত্র ৮-১০ জন ডাকাত বাড়ির প্রধান কলাবসিবল গেটের তালা কেটে বাড়ির দোতালার দরজার কবজা ভেঙ্গে শফিকুলের ঘরে প্রবেশ করে ডাকাতরা। কিছু বুঝে উঠার আগেই ডাকাতরা শফিকুল ইসলামের হাত পা বেধেঁ ডাকাতরা ঘরের কাঠের আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার ২ টি মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের মধ্যে এলোমেলো মালপত্র দ্রুত গুছিয়ে রাখার জন্য বলেছে বলে রাজুর পরিবারবর্গ জানায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের সজিব জুয়েলারী দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের তালা ভেঙ্গে ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা চুরি করে নিয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় দোকানের মালিক কৃষ্ণ চন্দ্র পাল দোকানে গিয়ে দোকানের তালা ও সাটার ভাঙ্গা দেখতে পান।
গত বুধবার (১৬ মার্চ) গভীর রাতের যে কোন সময় এ চুরি সংঘটিত হয়েছে বলে অন্যান্য দোকানীরা মনে করেন। মার্কেটে নৈশপ্রহরী থাকা সত্বেও কিভাবে এত বড় চুরি সংঘীটত হয়েছে তা কারো বোধগম্য নয় ব্যবসায়ীরা জানায়।এই চুরির ঘটনায় মার্কেটের অন্যান্য ব্যবসায়ীর মধ্যে আতংক বিরাজ করছে। তাছাড়া মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ হবুলের অফিস কক্ষে সিসি ক্যামেরা রয়েছে। ব্যবসায়ীরা জানান ওই সিসি ক্যামেরায় অবশ্যই চুরির দৃশ্য এবং চোরদের ছবি রয়েছে। সিসি ক্যামেরার ছবি দেখে জুয়েলারী দোকানে চুরির সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করাসহ স্বর্নালংকার উদ্ধারের দাবি জানান পুলিশের কাছে মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।