নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এএসটি বেভারেজ নামক একটি কোমল পানীয় ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় ঐ ফ্যাক্টরীর কুলিং মেশিনের সামনে ওয়েল্ডিং মেশিন দিয়ে অসতর্ক অবস্থায় কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষ্যদর্শী শ্রমিকরা জানায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ফায়ার সার্ভিস আসার আগেই কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানায় কারখানার উৎপাদন কর্মকর্তা তপন সরকার। বড় ধরনের কোন ক্ষতি সাধন না হলেও প্রাথমিক ভাবে ৪ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে কোম্পানী কর্তৃপক্ষ অনুমান করেছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ সালেহ জানান, কুলিং মেশিনের মোটরে শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ অগ্নিকান্ডে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা না গেলেও ধারনা করা হচ্ছে ১ থেকে ২ লাখ টাকা ক্ষতি হতে পারে। তিনি আরও বলেন, এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর এই কারখানার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। এভাবে একই কারখানায় বার বার অগ্নিকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এই কর্মকর্তা।