বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-১১ সদস্যরা। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৮৬৫ ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে র্যাবের মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তাদের মহানগর সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম মহাসড়কের বন্ধু কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, মো. মাহমুদুল হাসান মিঠু (৩১ ঢাকা ডিএমপি বাড্ডা আনন্দনগর এলাকার কাদির আখন্দের ছেলে, মো. রফিকুল ইসলাম রফিক, ঢাকার সাবার থানা চাপাইন এলাকার নূর ইসলাম মিয়ার ছেলে ও মো. মঞ্জুর আলম কক্সবাজার জেলার চকরিয়ার থানার সোসাইটি পাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে।
র্যাব আরো জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। শুক্রবার রাতে তাদের মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এর আগে জেলার সিদ্ধিরগঞ্জে তানিয়া হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত শাহপরান রুবেল র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তানিয়াকে গলা কেটে হত্যার আগে ছুরি দিয়ে তার পেটে একের পর এক আঘাত করেন তিনি। গতকাল শুক্রবার দুপুরে র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়ার মো. আবুল খায়েরের ছেলে।