নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক ৩ টি অভিযান চালিয়ে ফেনসিডিল,ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ মনির হোসেন (২৭),বাবু (২৪) ও সবুজ (২০) নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়,সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার বিসমিল্লাহ ফার্ণিচার দোকানের সামন থেকে গত মঙ্গলবার (২২ মার্চ) রাতে এসআই আকিকুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১‘শ পিস ইয়াবা ট্যাবলেটসহ বন্দর থানার চাঁনপুর মদনপুর এলাকার বাবুল মিয়ার ছেলে সবুজ ওরফে শুক্কুরকে গ্রেফতার করে। অপর দিকে গত মঙ্গলবার বিকেল ৩টায় এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল থানার মৌচাক বাস ষ্ট্যান্ড এলাকা থেকে ডেমরা থানার লামাপাড়া এলাকার আলমগীগের বাড়ীর ভাড়াটিয়া মহিউদ্দিনের ছেলে মনির হোসেনকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। একই দিন রাতে এসআই অকিল রঞ্জনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল গোদনাইল আরামবাগ এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে বাবুকে ২০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করে।
ধৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে বুধবার (২৩ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে।