বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ৩২ পিছ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- জালকুড়ি ফয়েজ মাকের্ট এলাকার মৃত আবুল কালামের ছেলে নবী হোসেন(২৫), জালাল উদ্দিনের ছেলে রফিক (২২), মৃতঃ আমির আলী মুন্সির ছেলে জাকির পাগলা (৪৫) ও আনসার আলীর ছেলে জুবায়ের (১৯)। শুক্রবার রাতে জালকুড়ি এলাকা অভিযান চালিয়ে এএসআই হারুন মিয়া তাদের গ্রেফতার করেন।
এএস আই হারুন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ওই ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।