বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফ মাহমুদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আরিফ ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বলে নিজেকে দাবী করেন। তবে স্বেচ্ছা সেবক লীগের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির একাধিক নেতা বলেন আরিফকে ওই ওয়ার্ডে দল গোছানোর জন্য সাময়িকভাবে দায়িত্ব দেয়া হয়েছিল বলে জানান। গোপন সংবাদরে ভিত্তিত্বে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল মঙ্গল ভোর রাতে অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন। আরিফের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা, অভিযোগ ও জিডি রয়েছে রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানায়। এ ঘটনায় আরিফের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ।