নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ বুধবার রাতে মিজমিজি পাইনাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক মাদক ব্যবসায়ী অরিফ ওই এলাকার সিরাজ মিয়ার ছেলে। সে এর আগেও ফেনসিডিলসহ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।