বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগের সদস্য চিহ্নত মাদক ব্যবসায়ী মরিয়ম বেগম (৪৬) ও আবুল হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে গোদনাইল এসও রোড এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মরিয়ম এসও রোড এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ও আবুল হোসেন একই এলাকার মল্লিক চাঁন এর ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই মনিরুল ইসলাম মুন্সি বলেন, গোপন সংবাদের ভিত্তেত্বে এস আই মাজারুল ইসলাম এর নেতৃত্বে এসও রোড এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে অভিচান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মরিয়ম বেগম ও তার সহযোগী আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। যার নং ৩০।