নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে পুলিশ সন্দেহজনকভাবে ২ যুবককে আটক করে তাদের দেহ তল্লাশী করে ৫’শ ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটকরা হলো- মাদারীপুর জেলা সদর থানার পাঁচখোলা গ্রামের মোতাহার ফকিরের ছেলে ও ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকার সায়দাবাদী হুজুরের বাড়ী এলাকার ভাড়াটিয়া সুজন (২২) এবং সিদ্ধিরগঞ্জের পশ্চিম সানারপাড় এলাকার মোসলেমের বাড়ীর ভাড়াটিয়া তারা মিয়ার ছেলে মানিক মিয়া (৩০)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাস ষ্ট্যান্ডের উত্তরপাশে ওভারব্রীজের নিচ থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল তাদের আটক করে ওই ইয়াবা উদ্ধার করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।