নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফিরোজ মিয়া (৩৬) ও জাহিদুর রহমান শান্ত (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত রবিবার (১৩ মার্চ) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবিদ ও এএসআই ফরিদুল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোদনাইল এসও এবং আজিবপুর সর্দারপাড়া এলাকা থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
ধৃতরা হলো- আদমজী বিহারী কলোনীর খোরশেদ আলমের ছেলে ফিরোজ মিয়া ও সিলেট সদর থানার পুলিশ লাইন কোয়ার্টার এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে সিদ্ধিরগঞ্জের আজিবপুর সর্দারপাড়া রিফুজীপাড়ার ভাড়াটিয়া জাহিদুর রহমান শান্ত। তাদের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে সোমবার (১৪ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে।