নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরীফ ওরফে বোবাা শরীফ (২২),হোসেন (১৮) ও দিপক রাম (২৪) নামে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস ষ্ট্যান্ড ও গোদনাইল চৌধুরীবাড়ী এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে গ্রেফতার করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিমাইকাশারী এলাকার আ:খালেকের ছেলে শরীফ ওরফে বোবা শরীফ ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নতুন হাসনাবাদ গ্রামের শাহ আলমের ছেলে ঢাকা জেলার ডেমরা থানার বক্সনগর এলাকার ভাড়াটিয়া হোসেনকে এবং একই দিন রাতে পৃথক আরেকটি অভিযানে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোদনাইল চৌধুরীবাড়ী ক্যাফে আড্ডার সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিত্তরঞ্জন কটন মিলস এলাকার কানাই রামের ছেলে দিপক রামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে শনিবার (১২ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে।