বিজয় বার্তা ২৪ ডট কম
রোববার সকাল ১০ টায় সিদ্দিরগঞ্জের মিজমিজি চাঁন মার্কেটের সামনে ইজিবাইক চাপায় রাত্রী (১১) নামে এক প্রতিবন্ধি নিহত হয়েছে। প্রতিবন্ধি: রাত্রী রাস্তা পারাপারের সময় বেপরোয়াভাবে ইজিবইক চালক রাত্রীর উপর ইজিবাইক তুল দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। রাত্রীর বাবার নাম অলিউল্ল্যাহ, মিজমিজির পূর্বপাড়ার চাঁন মিয়ার বাড়িতে পরিবারপরিজন নিয়ে অলিউল্ল্যাহ ভাড়া থাকতো। সিদ্ধিরগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মকবুল হোসেন বলেন এ ঘটনায় থানায় মামলা হয়নি, নিহত রাত্রী পরিবার গরীব মানুষ তাই বিষয়টি নাসিক ১ নং কাউন্সিলর এর মাধমে রফাদফা চলছে।